মেডিকেল প্রতিবেদক:
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ২১২ নম্বর ওয়ার্ড থেকে নবজাতক চুরির অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে হাসপাতাল কর্তৃপক্ষ ও শাহবাগ থানা পুলিশ বিষয়টি তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।
আজ মঙ্গলবার (৪ জুন) দুপুর দেড়টা থেকে দুইটার ভেতরে এই বাচ্চা চুরির ঘটনা ঘটেছে বলে দাবি করেন বাচ্চার বাবা শরিফুল ইসলাম।
তিনি বলেন, সোমবার (৩ জুন) রাতে সাভারের কালামপুর থেকে ঢাকা মেডিকেলে এসে তার স্ত্রী সুখী আক্তারকে ২১২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। আজ সকাল দশটার দিকে সুখী আক্তার যমজ কন্যা সন্তানের জন্ম দেন। বড় মেয়ের গায়ে জ্বর আসায় বেডের পাশে থাকা এক নারীর কাছে তার বাচ্চাটি দিয়ে ওষুধ কিনতে যান শরিফুল। পরে ওয়ার্ডে ফিরে এসে দেখেন, সেই নারী ওয়ার্ডে নেই। বাচ্চাটিকেও পাওয়া যায়নি। পরে বিষয়টি আনসার ও হাসপাতাল কর্তৃপক্ষকে জানানো হয়।
হাসপাতালের আনসারের প্লাটুন কমান্ডার (পিসি) মিজান বলেন, প্রাথমিকভাবে আমরা ঐ নবজাতকের বাবাকে জিজ্ঞাসাবাদ করেছি। পরবর্তীতে পুলিশ এসে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তদন্ত শুরু করেছে।
ঢামেক হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া বলেন, বিষয়টি জানার পর দ্রুত শাহবাগ থানা পুলিশকে জানানো হয়। এরপর নবজাতকের বাবাকে নিয়ে ঘটনাস্থলে নিয়ে তদন্ত শুরু করে পুলিশ।
/এএম
Leave a reply