শিক্ষক নিবন্ধন: এনটিআরসিএর সামনে ক্ষতিগ্রস্ত প্রার্থীদের অবস্থান

|

১৭তম শিক্ষক নিবন্ধনে চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েও বয়স জটিলতায় পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ পাচ্ছেন না ৭৩৯ জন প্রার্থী। অন্তত একবার আবেদনের দাবিতে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) কার্যালয় ঘেরাও করেছে চাকরিপ্রত্যাশীরা। সেইসঙ্গে দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরণ অনশন কর্মসূচি পালনের ঘোষণাও দেন তারা।

আজ মঙ্গলবার (৪ জুন) রাজধানীর ইস্কাটনে এনটিআরসিএ কার্যালয়ের সামনে ১৭তম শিক্ষক নিবন্ধন ফোরামের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

তাদের দাবি, ১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা ২০২০ সালে হওয়ার কথা থাকলেও কোভিড ও এনটিআরসিএর গড়িমসির কারণে  পরীক্ষার কার্যক্রম সম্পন্ন করতে ৪ বছর লাগে। যার ফলে শিক্ষক নিয়োগে বয়সসীমা পার হয়ে যায়।

শিক্ষক নিয়োগের কোনো বিজ্ঞপ্তিতেই আবেদন করতে পারছেন না ৭৩৯ জন নিবন্ধনধারী। তাদের বক্তব্য, এনটিআরসিএর গড়িমসির কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে। এর দায় এনটিআরসিএ কোনোভাবেই এড়াতে পারে না। তাই বয়সের শিথিলতা দূর করে আবেদনের সুযোগ নিশ্চিত না করা পর্যন্ত অনশন চলবে বলে জানিয়েছেন ৩৫ ঊর্ধ্ব চাকরিপ্রার্থীরা।

তারা আরও বলেন, ১৭তম শিক্ষক নিবন্ধন প্রার্থীদের দাবি এনটিআরসিএর নীতিমালা অনুযায়ী এক বছরের মধ্যে পরীক্ষার আয়োজন করলে তিনটি গণবিজ্ঞপ্তিতে আবেদন করার সুযোগ পেতেন তারা।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply