মালয়েশিয়া ইস্যুতে আওয়ামী লীগের ৪ এমপি জড়িত, দাবি গণ অধিকার পরিষদের

|

গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান বলেছেন, হাজার হাজার শ্রমিকের মালয়েশিয়ায় যেতে না পারার ঘটনায় আওয়ামী লীগের ৪ জন এমপির নাম এসেছে। এ ঘটনায় মূলত তারাই জড়িত।

মঙ্গলবার (৪ জুন) বিকেলে জাতীয় প্রেসক্লাবে মালয়েশিয়াগামী শ্রমিকদের সাথে প্রতারণার প্রতিবাদে শ্রমিক অধিকার পরিষদের আয়োজিত বিক্ষোভ সমাবেশে এমন মন্তব্য করেন রাশেদ খান।

এ সময় তিনি বলেন, ৩০ হাজার শ্রমিক মালয়েশিয়া যেতে পারেননি। সরকারের পক্ষ থেকে তাদের কোনো সাহায্যও করা হয়নি। শ্রমিকদের কষ্টের টাকা দেশের বাইরে পাচার করছে আজিজরা।

বক্তব্যে, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেন, সারাদেশেই থাবা বসিয়েছে বেনজীর। ক্ষমতার অপব্যবহার করেই বেনজীররা তৈরি হয়।

আওয়ামী লীগ পুরো সমাজকে নৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করেছে বলে অভিযোগ করে তিনি বলেন, বিএনপি ক্ষমতা ছেড়েছে ২০০৬ সালে। কিন্তু যে ঘটনাই ঘটুক এখনও বিএনপির নামে চালিয়ে দেয় সরকার।

/এমএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply