সংলাপে ফাঁদে ফেলা, ধোকা দেয়া সম্ভব হবে না: বিএনপি

|

সংলাপে বিএনপিকে ফাঁদে ফেলা, ধোকা দেয়া সম্ভব হবে না বলে মন্তব্য করেছেন বিএনপি নেতারা। ৭ দফার বাস্তবায়ন ছাড়া দেশে নির্বাচন হতে দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তারা। বিএনপি চেয়ারপারসনের সাজা বাড়ানোর প্রতিবাদে আজ রাজধানীতে আয়োজিত গণঅনশনে এসব কথা বলেন নেতারা। এসময় নেতাকর্মীদের কঠোর আন্দোলনের প্রস্ততি নেয়ার আহবান জানানো হয়।

মহানগর নাট্যমঞ্চে গণঅনশন কর্মসূচি শুরু হয় সকাল ১০টায়। খালেদা জিয়ার সাজা বৃদ্ধির প্রতিবাদে আয়োজিত অনশনে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

কর্মসূচিতে বিএনপি নেতারা বলেন, খালেদা জিয়ার সাজা দেশের মানুষ প্রত্যাখান করেছে। তাকে কারাগারে রেখে নির্বাচন হবে না। নেতাকর্মীদের আন্দোলনে প্রস্তুতি নেয়ার আহবানও জানান তারা।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আন্দোলনের মাধ্যমে অধিকার আদায় করা হবে।

বিএনপির গণঅনশনে যোগ দিয়ে নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, আলোচনা শেষ না হওয়া পর্যন্ত তফসিল ঘোষণা করা যাবে না। ঢাকা বিশ্বাবিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ড. এমাজউদ্দীন আহমদ বলেন, আন্দোলন ছাড়া খালেদা জিয়ার মুক্তি সম্ভব নয়।

সাড়ে পাঁচ ঘন্টার অনশন শেষে ড. এমাজউদ্দিন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলামকে পানি খাইয়ে অনশন ভাঙান।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply