ম্যাক্স ও’দাউদের অর্ধশতকে নেপালকে ৬ উইকেটে হারালো নেদারল্যান্ডস

|

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ ডি’র ম্যাচে নেপালকে ৬ উইকেটে হারিয়েছে নেদারল্যান্ডস। সোমবার (৪ জুন) বাংলাদেশ সময় দিবাগত রাতে ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে নেপালের দেয়া ১০৭ রানের টার্গেট ৮ বল হাতে রেখেই পৌঁছে যায় ডাচরা।

নির্দিষ্ট রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ধাক্কা খায় নেদারল্যান্ডস। ম্যাচের দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলে সোমপাল কামির বলে দীপেন্দ্র সিংয়ের হাতে ক্যাচ তুলে দিয়ে বিদায় নেন ডাচ ওপেনার মাইকেল লেভিট। এরপর বিক্রমজিৎকে সঙ্গে নিয়ে ৪১ রানের জুটি গড়েন ম্যাক্স ও’দাউদ। দীপেন্দ্রর বলে লেগ বিফোরের শিকার হয়ে ২২ রানে সাজঘরে ফেরেন বিক্রমজিৎ। ক্রিজে আসেন সাইব্র্যান্ড এঙ্গেলব্রেখ্ট। রান আউট হওয়ার আগে সাইব্র্যান্ড করেন ১৪ রান।

অধিনায়ক স্কট এডওয়ার্ডসের ব্যাট হাসেনি এদিন। মাত্র ৫ রান করেই অবিনাশ বোহারার বলে বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফেরেন তিনি। একপ্রান্ত আগলে লড়াই চালিয়ে যেতে থাকেন ওপেনার ম্যাক্স ও’দাউদ। শেষ পর্যন্ত ও’দাউদের অপরাজিত ৫৪ রানে ভর করে ১৮ ওভার ৪ বলেই লক্ষ্যে পৌঁছে যায় নেদারল্যান্ডস।

নেপালের পক্ষে ১টি করে উইকেট পান সোমপাল কামি, দীপেন্দ্র সিং ও অবিনাশ বোহারা।

এর আগে, টস হেরে ব্যাটিংয়ে নেমে ডাচদের দলীয় বোলিং পারফরম্যান্সে মাত্র ১০৬ রানে গুটিয়ে যায় নেপাল। সর্বোচ্চ ৩৫ রান আসে অধিনায়ক রোহিত পাউদেলের ব্যাট থেকে। অন্যদের মধ্যে করণ কেসি ১৭, গুলশান ঝাঁ ১৪ ও অনিল শাহ করেন ১১ রান। দলের সাতজন ব্যাটার ব্যর্থ হোন দুই অঙ্কের রানে পৌঁছাতে। ডাচদের পক্ষে ৩টি করে উইকেট তুলে নেন টিম প্রিঙ্গেল ও লোগান ভ্যান বেক। ২টি করে উইকেট পান পল ভ্যান মিকেরেন ও বাস ডি লিডে।

/এমএইচআর


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply