ফরাসি পার্লামেন্ট অধিবেশনে বামপন্থী আইনপ্রণেতাদের ফিলিস্তিনি পতাকা উত্তোলন

|

ফরাসি পার্লামেন্টে ফিলিস্তিনি পতাকার রঙের প্রতিনিধিত্বকারী পোশাক পরে একটি অধিবেশনে উপস্থিত হন দেশটির বামপন্থী আইনপ্রণেতারা। মঙ্গলবার (৫ জুন) এক প্রতিবেদনে ফরাসি সংবাদ মাধ্যম লা মন্ড এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, পার্লামেন্টের নিম্ন কক্ষ বা ন্যাশনাল অ্যাসেম্বলি অধিবেশন চলা অবস্থায় দেখে, হঠাৎ কিছু বামপন্থী আইনপ্রণেতারা সবুজ পোশাক পরা, অন্যরা কালো এবং লাল; আর বাকিরা সাদা পোশাকে ফিলিস্তিনি পতাকার রঙের প্রতিনিধিত্ব করছে।

গত সপ্তাহেই, গাজায় ইসরাইলি আগ্রাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করতে লা ফ্রান্স ইনসুমিস (এলএফআই) পার্টির ডেপুটি সেবাস্তিয়েন দেলোগু একটি ফিলিস্তিনি পতাকা তুলে ধরার পর, পার্লামেন্টের নিম্নকক্ষের অধিবেশন স্থগিত করেন ফ্রান্সের জাতীয় পরিষদের প্রধান। ওই ঘটনায়, শাস্তি হিসেবে দেলোগুকে ১৫ দিনের জন্য সংসদে তার দায়িত্ব থেকে বরখাস্ত করা হয়েছিল।

প্যারিসের অ্যাসেম্বলি ন্যাশনাল। ৪ জুন, ২০২৪। ছবি: লা মন্ড।

গত ৭ অক্টোবর সংঘাত শুরু হওয়ার পর থেকেই ফ্রান্স প্রকাশ্যে ইসরায়েলকে সমর্থন করেছে। তবে এলএফআই সদস্যরা ফিলিস্তিনের সাথে একাত্মতা প্রকাশ করেছে এবং সরকারের অবস্থানের কঠোর সমালোচনা করছে।

/এআই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply