আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কিশোরগঞ্জে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। সকালে কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কের পুলেরহাট বাজারে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ইকোনমিক জোনের নির্মাণকাজের ভাগবাটোয়ারা নিয়ে দীর্ঘদিন ধরে দু’গ্রুপের মধ্যে বিরোধ চলছিল। এরই জেরে কথা কাটাকাটি একপর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে তারা।পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। এ ঘটনায় পথচারীসহ প্রায় ২৫ জন আহত হয়েছে।
Leave a reply