অবশেষে, ডালাসে অনুশীলন করলো পুরো বাংলাদেশ দল। তবে, কোনো স্টেডিয়ামে নয়; বরং বেসরকারি এক ক্রিকেট একাডেমিতে। মাশতাং একাডেমির নেটে টানা ৩ ঘণ্টা ব্যাটিং-বোলিং অনুশীলন করেন লিটন-শান্ত’রা।
গ্রান্ড প্রেইরি স্টেডিয়ামে অনুশীলন করতে না পেরে স্থানীয় সময় বেলা ৩ টায় মাশতাং ক্রিকেট একাডেমিতে আসে পুরো দল। ইনডোর হলেও দিনের শুরুতে ফুটবলে মেতে উঠে সাকিব-শান্তরা। এরপর ট্রেনারের নির্দেশনায় কঠিন এক ড্রিল। ৪৫ ডিগ্রিতে পা একে-বেঁকে সামনে এগুনোর অনুশীলন করেন তারা।
যুক্তরাষ্ট্রের সাথে সিরিজ হারের পর ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচেও ছন্নছাড়া পারফর্মেন্স সব মিলিয়ে সাকিবদের ট্রাকে ফিরতে টিম হিসেবে জ্বলে ওঠার বিকল্প নেই। আত্মবিশ্বাস ফেরাতেই দলের সাথে অনুশীলনে এদিন ছিলেন ঢাকা থেকে উড়ে আসা ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস ও প্রধান নির্বাচক গাজী আশরাফ লিপু।
এর আগে, বাংলাদেশের ক্রিকেটাররা যথেষ্ট অনুশীলন করছেন কি না? তা নিয়ে প্রশ্ন উঠে। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের আগে মাঠে বাইরের ইস্যুতেই বেশি আলেচনায় মগ্ন ক্রিকেটাররা। গত রোববার ডালাসে সাকিব আল হাসানের নেতৃত্বে বাংলাদেশের চার ক্রিকেটার একটা অনুষ্ঠানে গেছেন। জানা গেছে, স্থানীয় এক মসজিদের জন্য চাঁদা তোলাই ছিল যেটির উদ্দেশ্য। এর আগে সাকিব আল হাসানের উদ্যোগে আরেকটি অনুষ্ঠানে অংশ নেন স্কোয়াডের সব ক্রিকেটার। অন্যান্য দলগুলো যেখানে প্রতিটা অনুশীলন সেশনের সুবিধা কাজে লাগাচ্ছে, সেখানে বাংলাদেশের ক্রিকেটাররা ছিলেন আলাদা।
বাংলাদেশ দল আমেরিকাতে পা রেখেছে ৩ সপ্তাহর মতো হয়ে গেছে, তখন পাকিস্তান দল ছিল ইংল্যান্ডে। সেখান থেকে এসে নিজেদের তৈরি করতে যে ইনডোরে মগ্ন হতে পারেন শাহীন শাহ আফ্রিদি, মোহাম্মদ রিজওয়ান, বাবর আজমরা; যাদের বিপিএলে খেলাতে ফ্র্যাঞ্চাইজিদের গুনতে হয় কাঁড়ি কাঁড়ি টাকা সেখানে লিটন দাস, সৌম্য সরকাররা শূন্যের পিঠে শূন্য বসিয়ে হোটেলে বিশ্রামে মগ্ন ছিলেন। এসব নিয়েও গণমাধ্যমে অনেক সমালোচনা হয়।
/আরআইএম
Leave a reply