মোমবাতির আগুনে পুড়লো বসতঘর, ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি

|

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের ভাঙ্গায় মোমবাতির আগুনে বসতবাড়ির ২টি ঘর পুড়ে ভস্মীভূত হয়েছে। মঙ্গলবার (৪ জুন) রাত ১১টায় উপজেলার কাওলীবেড়া ইউনিয়নের শেখপুরা গ্রামের রিপন মীরের ঘরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে ঘরে থাকা নগদ টাকা, স্বর্ণ, মোবাইল, আসবাবপত্র, পোষাক পুড়ে ছাই হয়ে যায়। এতে ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। 

ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যার পর এলাকায় প্রবল ঝড় শুরু হয়। ঝড়ের প্রভাবে এলাকায় বিদ্যুৎ চলে যায়। তখন রিপনের ঘরে মোমবাতি জ্বালিয়ে পরিবারের লোকজন ঘুমিয়ে পড়ে। রাত অনুমানিক ১১টার সময় আগুনের তাপে পরিবারের সবার ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙার পর তারা বসতঘরে আগুন দেখতে পায়। পরিবারের লোকজনের ডাক ও চিৎকারে গ্রামবাসী এগিয়ে এসে আগুন নেভাতে চেষ্টা করেও ব্যর্থ হয়। ততক্ষণে বাড়ির দুইটি ঘরসহ রান্নাঘর পুড়ে ছাই হয়ে যায়।

উল্লেখ্য, কাউলীবেড়া ইউনিয়ন পরিষদের মেম্বার সাজেদুল হক বেপারী ঘটনার সত্যতা নিশ্চিত করেন। অগ্নিকাণ্ডে ঘরের সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে বলেও জানান তিনি।

/এমএইচআর 


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply