জোটের সদস্যদের নিয়ে দিল্লিতে বৈঠকে বসছে কংগ্রেস। এরইমধ্যে বৈঠকস্থলে পৌঁছেছেন সোনিয়া গান্ধি, প্রিয়াঙ্কা গান্ধি, রাহুল গান্ধি, মল্লিকার্জুন খাড়গেসহ কংগ্রেসের সিনিয়র নেতারা। বুধবার (৫ জুন) এমনটা জানিয়েছে ইন্ডিয়া টিভি নিউজ।
দুপুরের মধ্যেই দিল্লি পৌঁছান ‘ইনডিয়া’ জোটের অন্যান্য নেতারা। এরমধ্যে রয়েছেন সমাজবাদী পার্টি নেতা অখিলেশ যাদব, আরজেডি’র তেজস্বী যাদবসহ জোটের অন্যান্য নেতারাও। বৈঠকে অংশ নিচ্ছেন তৃণমূল কংগ্রেসের নেতা অভিষেক ব্যানার্জিও। ধারণা করা হচ্ছে, জোটের পরিধি বাড়ানোসহ পরবর্তী রাজনৈতিক পদক্ষেপের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে বৈঠকে।
উত্তর প্রদেশ, মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু ও কেরালায় বড় জয় পেয়েছে ‘ইনডিয়া’ জোট। এককভাবে কংগ্রেসের অর্জন ৯৯টি আসন। এছাড়া, সমাজবাদী পার্টি ৩৭ এবং তৃণমূল কংগ্রেস পেয়েছে ২৯ আসনে জয়। অন্যান্য দলগুলোর ঝুলিতে জমা পড়েছে ১৬টি আসন।
/এএম
Leave a reply