বিজয়নগরে দুই চেয়ারম্যান প্রার্থীর সর্মথকদের সংর্ঘষ, আটক ২

|

নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া:

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ভোটকেন্দ্রে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় কয়েক মিনিট ভোটগ্রহণ বন্ধ থাকে। বুধবার (৫ জুন) বিজয়নগর উপজেলার শ্রীপুর ইসলামিয়া ফাজিল মাদরাসা ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে। এসময় দুজনকে আটক করে পুলিশ।

পুলিশ জানায়, বুধবার দুপুরে উপজেলার শ্রীপুর মাদরাসা কেন্দ্রে আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আল জাবের জাবেদ জয় ও ঘোড়া প্রতীকের নাসিমা মুকাই আলী সমর্থকদের মাঝে ভোট দেয়াকে কেন্দ্র করে সংর্ঘষের ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করা হয়েছে।

এদিকে, আজ ভোটগ্রহণ শেষে বিকেল ৫টায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল জানান, বড় ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াই স্বতঃস্ফূর্তভাবে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপের ভোটগ্রহণ শেষ হয়েছে। এই ধাপে ২৬ জেলার ৬০ উপজেলায় ৩৪ দশমিক ৩৩ শতাংশ ভোট পড়েছে। ভোট চলাকালে নানা অনিয়মের দায়ে ২৮ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানান তিনি।

/এএম  


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply