বেনজীরের সাভানা রিসোর্টে দুদকের তদন্ত দল

|

সিনিয়র করেসপন্ডেন্ট, গোপালগঞ্জ:

পুলিশের সাবেক আইজি বেনজীর আহমেদ ও তার পরিবারের সদস্যদের নামে গোপালগঞ্জের সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্ক পরিদর্শন করেছে দুর্নীতি দমন কমিশনের একটি প্রতিনিধি দল। এসময় গণমাধ্যম কর্মীদের ভেতরে প্রবেশে বাধা দেয় পার্ক কর্তৃপক্ষ।

বুধবার (৫ জুন) সন্ধ্যায় গোপালগঞ্জ ও মাদারীপুরের দুর্নীতি দমন কমিশনের যৌথ প্রতিনিধি দল রিসোর্ট পরিদর্শনে যান। তারা পার্ক কর্তৃপক্ষের সাথে কথা বলেন ও পার্কের বিভিন্ন স্থান পরিদর্শন করেন।

এসময় দুদক কর্মকর্তারা বলেন, পার্কটি বিশেষ নজরে রাখা হয়েছে। তবে তারা ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। এদিকে, দুদক কর্মকর্তাদের সাথে ভেতরে প্রবেশ করতে গেলে গেটের সামনে গণমাধ্যমকর্মীদের বাধা দেয় পার্ক কর্তৃপক্ষ।

এরআগে গত সোমবার থেকে সার্ভার জটিলতার কথা বলে পার্কটি বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।  

২০১৫ থেকে ২০২০ সালে র‍্যাবের মহাপরিচালক এবং ২০২০ সাল থেকে ২০২২ পর্যন্ত আইজিপি থাকাকালীন গোপালগঞ্জ সদর উপজেলার বৈরাগীটোল গ্রামে গড়ে তোলেন সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্ক। এটি ১৪শ’ বিঘা জমির ওপর নির্মিত। এ পার্কের জমি হিন্দু সম্প্রদায়কে ভয় দেখিয়ে, জোর করে এবং কৌশলে কেনা হয়েছে বলে অভিযোগ এলাকাবাসীর।

/এমএমএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply