ভারতকে ৯৭ রানের টার্গেট দিলো আয়ারল্যান্ড

|

ভারতের বোলারদের সামনে দাঁড়াতেই পারলোনা আইরিশরা। টি-টোয়েন্টি বিশ্বকাপে এবারের আসরে নিজেদের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের মুখোমুখি হয়েছিলো মেন ইন ব্লু। বুধবার (৫ জুন) নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। দলগত বোলিং নৈপুণ্যে মাত্র ৯৬ রানে গুটিয়ে যায় আয়ারল্যান্ড।

টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ধাক্কা খায় আয়ারল্যান্ড। প্রথম স্পেলেই দুই আইরিশ ওপেনারকে সাজঘরে পাঠিয়ে দুরন্ত সূচনা করে ভারতীয় পেসার আরশদীপ সিং। ম্যাচের তৃতীয় ওভারের প্রথম বলেই দলীয় ৭ ও ব্যক্তিগত ৫ রানে ঋষভ পন্তের হাতে ক্যাচ তুলে দিয়ে বিদায় নেন ওপেনার পল স্টার্লিং। একই ওভারের শেষ বলে অপর ওপেনার অ্যান্ডি বালবির্নিকে বোল্ড করে প্যাভিলিয়নের পথ দেখান আরশদীপ। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা।

হার্দিক পান্ডিয়ার বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন লোরকান টাকার। নতুন ব্যাটার কার্টিস ক্যাম্পার ক্যাচ তুলে দেন ঋষভ পন্তের হাতে। মাত্র ১২ রান করে হার্দিকের দ্বিতীয় শিকার হয়ে প্যাভিলিয়নে ফেরেন তিনি। জশ লিটলের ব্যাট থেকে আসে ১৪ রান। একপ্রান্ত আগলে লড়াই চালিয়ে যেতে থাকেন গ্যারেথ ডেলানি। দলের সাত ব্যাটার দুই অঙ্কের রানে পৌঁছাতে ব্যর্থ হন। শেষ পর্যন্ত ডেলানির ২৬ রানের সুবাদে এ সংগ্রহ পায় আইরিশরা।

ভারতের পক্ষে ২৭ রানের খরচার ৩টি উইকেট তুলে নেন হার্দিক পান্ডিয়া। এছাড়া ২টি করে উইকেট পান জাসপ্রিত বুমরাহ ও আরশদীপ সিং। ১টি উইকেট তুলে নেন সিরাজ ও প্যাটেল।

/এমএইচআর


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply