স্টয়নিস ঝড়ে মান বাঁচলো অস্ট্রেলিয়ার

|

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ বি’র ম্যাচে ওমানের বিপক্ষে আগে ব্যাট করে ১৬৪ রান সংগ্রহ করেছে অস্ট্রেলিয়া। বৃহস্পতিবার (৬ জুন) বার্বাডোসের কেনসিংটন ওভালে টস হেরে ব্যাটিংয়ে নেমে এ লড়াকু পুঁজি পায় মিচেল মার্শের দল।

ব্যাটিংয়ে নেমে শুরুতেই হোঁচট খায় অস্ট্রেলিয়া। দলীয় ১৯ রানে প্রথম উইকেট হারায় তারা। বিলাল খানের বলে খালিদ কাইলের হাতে ক্যাচ তুলে দিয়ে বিদায় নেন ওপেনার ট্র্যাভিস হেড। ক্রিজে আসেন অধিনায়ক মিচেল মার্শ। ১৪ রান করে শোয়েব খানের তালুবন্দি হয়ে মাঠ ছাড়েন তিনিও। পরেই বলেই গোল্ডেন ডাক মেরে প্যাভিলিয়নের পথ ধরেন দলের তারকা ব্যাটার গ্লেন ম্যাক্সওয়েল।

তবে দুর্দান্ত অর্ধশতক তুলে নেন ডেভিড ওয়ার্নার। ৫৬ রান করে বিদায় নেন ওয়ার্নার। শেষ পর্যন্ত স্টয়নিসের ঝড়ো ৬৭ রানের সুবাদে ১৬৪ তে থামে অস্ট্রেলিয়ার ইনিংস। স্টয়নিসের ইনিংসে ছিলো ২টি চার ও ৬টি ছক্কার একেকটা দুর্দান্ত শট।

ওমানের পক্ষে ৩৪ রানের খরচায় ২টি উইকেট তুলে নেন মেহরান খান। ১টি করে উইকেট পান বিলাল খান ও কলিমুল্লাহ।

/এমএইচআর


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply