বাবার সঙ্গে ছেলের অসদাচরণ, ছুরিকাঘাতে নিহত বৃদ্ধ

|

সিনিয়র করেসপনডেন্ট, মানিকগঞ্জ:

বাবার সঙ্গে খারাপ আচরণের প্রতিবাদ করায় জিন্নত আলী (৬০) নামের এক বৃদ্ধকে ছুরিকাঘাত করে হত্যার অভিযোগ উঠেছে। মানিকগঞ্জের সিংগাইর উপজলোর বাঘুলি এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত বাবুল মিয়া (৩০)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, কিছুদিন আগে বাঘুলি গ্রামের মো. আজাহারের ছেলে বাবুল তার বাবার সঙ্গে খারাপ আচরণ করে। এ ঘটনার প্রতিবাদ করেন প্রতিবেশী জিন্নত আলী। বাবুলকে শাসিয়ে ভালো হয়ে যাওয়ার পরার্মশ দেন তিনি। পরে মঙ্গলবার (৪ জুন) রাতে বাড়ির পাশে একটি দোকানের সামনে জিন্নত আলীকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় বাবুল।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে সাভারের এনাম মেদিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ বৃহস্পতিবার (৬ জুন) ভোরে জিন্নত আলীর মৃত্যু হয়। এ ঘটনায় সিংগাইর থানায় মামলা হয়েছে।

সিংগাইর থানার ওসি (তদন্ত) শেখ আবু হানিফ জানান, এ ঘটনায় নিহতের বড় ছেলে ইসমাইল হোসেন বাদি হয়ে থানায় মামলা দায়ের করেছেন। রক্তমাখা ছুরিটি জব্দ করা হয়েছে। আসামি ধরতে মাঠে নেমেছে পুলিশ।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply