প্রস্তাবিত বাজেট গতানুগতিক: জি এম কাদের

|

ফাইল ছবি।

২০২৪-২৫ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটকে গতানুগতিক বাজেট বলে আখ্যায়িত করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। বলেন, বাজেটের কোনো বিশেষত্ব নেই। এতে মূল্যস্ফীতি, দ্রব্যমূল্য ও রিজার্ভ নিয়ে যে সংকট চলছে, তার কোনো পরিকল্পিত দিক-নির্দেশনাও নেই। বৃহস্পতিবার (৬ জুন) বাজেট পেশের পর এক প্রতিক্রিয়ায় এ কথা বলেন তিনি।

জি এম কাদের আরও বলেন, বাজেটে বড় ঘাটতি রয়েছে। আগে ঋণের অর্থ ফেরত নিয়ে গর্ব ছিলো। এখন সেই গর্ব মলিন হয়েছে। বাজেটে শুধু সুদ পরিশোধের বিষয়টি রয়েছে। জনগনের ওপর করের বোঝা চাপানো হয়েছে। এতে মূল্যস্ফীতি কমবে না। রিক্সাওয়ালা-ফকিরদেরও কর দিতে হবে।

প্রসঙ্গত, জাতীয় সংসদে ২০২৪-২০২৫ অর্থবছরের বাজেট উপস্থাপন করেছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। আজ বৃহস্পতিবার (৬ জুন) বিকেল ৩টায় বাজেট পেশ করা শুরু করেন তিনি। এর আগে, দুপুরে মন্ত্রিসভার বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন দেয়া হয়।

অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী প্রথমবারের মতো এই বাজেট দিয়েছেন। ‘সুখী, সমৃদ্ধ, উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অঙ্গীকার’ স্লোগানে তিনি এই বাজেট উত্থাপন করেছেন।

প্রস্তাবিত বাজেটের আকার হচ্ছে ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকা। বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা থাকছে ৫ লাখ ৪১ হাজার কোটি টাকা। বাকি ২ লাখ ৫৬ হাজার কোটি টাকা ঋণ নেয়ার লক্ষ্যমাত্রা থাকবে। ২ লাখ ৬৫ হাজার কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) ইতোমধ্যে অনুমোদন দেয়া হয়েছে।

/আরএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply