বিশ্বকাপ ও এশিয়ান কাপের যৌথ বাছাইয়ে ঘরের মাঠে শক্তিশালী অস্ট্রেলিয়ার কাছে ২-০ গোলে হেরেছে বাংলাদেশ। ম্যাচে জামাল-তপুরা দারুণ লড়াই করলেও হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে বাংলাদেশকে ।
বৃহস্পতিবার (৬ জুন) কিংস অ্যারেনায় র্যাঙ্কিংয়ে ১৮২ ধাপ এগিয়ে থাকা অস্ট্রেলিয়াকে আতিথ্য জানায় বাংলাদেশ। চেনা আঙিনা হলেও প্রতিপক্ষের আক্রমণ সামলাতেই ব্যস্ত সময় কাটে ক্যাবরেরা শিষ্যদের। দৈহিক গড়নের সুবিধাকে কাজে লাগিয়ে পরপর আক্রমণে নিজেদের সামর্থ্যের কথা জানান দেয় সকারুরা।
অতিথি দলটির পরিকল্পিত আক্রমণ চ্যালেঞ্জ জানালেও তা উতরে যাচ্ছিল বাংলাদেশ। তবে ২৯ মিনিটে জাল আর অক্ষত রাখতে পারেনি বাংলাদেশ। আত্মঘাতী গোলে পিছিয়ে যায় স্বাগতিকরা। ডিবক্সের বাইরে থেকে আজদিন রুশটিকের নেয়া শট মেহেদি হাসানের পা ছুঁয়ে নিজেদেরই জালে জড়িয়ে যায়।
বিরতির পরও আক্রমণ অব্যাহত থাকে অস্ট্রেলিয়ার। এরমধ্যেই আক্রমণের ওঠার চেষ্টা করে বাংলাদেশ। তবে অস্ট্রেলিয়ার শক্ত ডিফেন্সে সব প্রচেষ্টা ভেস্তে যায়। ম্যাচের ৬২ মিনিটে গোল হজম করে আবারও পিছিয়ে পড়ে বাংলাদেশ। কুসিনি ইয়েঙ্গির হেডে পরাস্ত হন গোলরক্ষক মিতুল মারমা। ২-০ গোলের লিড নিয়ে ম্যাচে চালকের আসনে তখন অস্ট্রেলিয়া। অপরদিকে, এলোমেলোভাবে আক্রমণে যেতে থাকে বাংলাদেশ। শেষ পর্যন্ত ২-০ গোলের পরাজয় নিয়ে মাঠ ছাড়ে মিতুল-জামালরা।
এর আগে অস্ট্রেলিয়ার সাথে তিন দেখায় বাংলাদেশ হেরেছিল যথাক্রমে ৫-০, ৪-০ ও ৭-০ গোলে। সেই তুলনায় আজ কিংস অ্যারেনাতে ভেজা মাঠে অস্ট্রেলিয়ার একের পর এক আক্রমণ নস্যাৎ করে হাভিয়ের কাবরেরার দল মাত্র দুই গোল হজম করেছে।
/এনকে
Leave a reply