দেশের হয়ে ৯০টি ওয়ান ডে খেলেছেন। ৫টি টেস্ট। টি টুয়েন্টি-তে দেশকে নেতৃত্ব দিয়েছেন। ওয়ান ডে-তে থেকেছেন সহ অধিনায়ক। অস্ট্রেলিয়ার জর্জ বেইলি। সফরকারী দল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অস্ট্রেলিয়া প্রধানমন্ত্রী একাদশ দলের অধিনায়কত্ব করছিলেন বেইলি। সেখানেই এমন এক কাণ্ড করলেন যাতে গোটা ক্রিকেট দুনিয়ার নজর গিয়ে পড়েছে তাঁর ওপর।
দিন কয়েক আগেই আবুধাবিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টে পাকিস্তানের সর্ফরাজ আহমেদের ব্যাটিং স্টান্সে চমকে গেছিলেন ক্রিকেটমোদীরা। এবার তেমনই কাণ্ড করলেন বেইলি। অস্ট্রেলিয়া প্রধানমন্ত্রী একাদশের ইনিংসের দশম ওভারে বল করছিলেন দক্ষিণ আফ্রিকার লুঙ্গি এনগিডি। সেই সময় হঠাৎই একেবারে নতুন ধরনের স্টান্স নেন বেইলি। দাঁড়ালেন বোলারের দিকে পিছন দিয়েই। সেই ভিডিও এখন সোশাল মিডিয়ায় ভাইরাল। ম্যাচে অবশ্য শেষ অবধি জেতে অস্ট্রেলিয়ার দলটিই। বেইলি অর্ধশতরানও করেন।
Leave a reply