ট্যাটু থাকলে চামড়া কেটে বন্দিদের প্রস্রাব পানে বাধ্য করছে মিয়ানমারের সেনারা

|

মিয়ানমারের রাখাইন রাজ্যের একটি গ্রামে গত সপ্তাহে অভিযান চালিয়ে অন্তত ৫০ জনকে হত্যা করেছে মিয়ানমারের সেনারা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির কাছে জান্তা বাহিনীর নৃশংসতার কথা বলেছেন প্রত্যক্ষদর্শীরা।

জান্তারপ্রধান প্রতিদ্বন্দ্বী বিদ্রোহী গ্রুপ আরাকান আর্মির (এএ) সদস্যদের খোঁজে জিজ্ঞাসাবাদ চালায় মিয়ানমার বাহিনী। এ সময় অমানবিক আচরণের শিকার হন রাখাইনের রাজধানী সিত্তওয়ের ঠিক বাইরে অবস্থিত ব্যায়াই ফিউ গ্রামের অধিবাসীরা।

অভিযানে চলে আড়াই দিন ধরে। এসময় সেখানে ট্যাটু থাকলে চামড়া কাটা, গরম পেট্রোল গায়ে ঢেলে দেয়া, চোখ বেঁধে পেটানোসহ অনেককে প্রসাব খেতে বাধ্য করা হয়েছে বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা।

মিয়ানমারের ক্ষমতাচ্যুত বেসামরিক সরকারের প্রতিনিধিত্বকারী ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট (এনইউজি) এক বিবৃতিতে বলেছে, ১৫ থেকে ৭০ বছর বয়সী ৫১ জন গ্রামবাসী এই সহিংস নির্যাতন এবং হত্যাকাণ্ডের শিকার হয়েছে। তবে আরাকান আর্মির মতে, নিহতের সংখ্যা ৭০’র বেশি। তবে ক্ষমতাসীন সামরিক কাউন্সিল বা জান্তা সরকার এসব অভিযোগ অস্বীকার করেছে।

/এআই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply