আইরিশদের দুর্দান্ত বোলিংয়ে স্বল্প রানের পুঁজি পেলো কানাডা

|

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ এ’র ম্যাচের আয়ারল্যান্ডকে ১৩৮ রানের টার্গেট দিয়েছে কানাডা। শুক্রবার (৭ জুন) নিউইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নামে কানাডা। শেষ পর্যন্ত নির্ধারিত ওভার শেষে ৭ উইকেট হারিয়ে এ সংগ্রহ পায় সাদ বিন জাফরের দল। দলের পক্ষে সর্বোচ্চ ৪৯ রান করেন নিকোলাস কিরটন।

টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ধাক্কা খায় কানাডা। পাওয়ারপ্লে’র মধ্যেই দুই ওপেনারকে হারায় তারা। ইনিংসের তৃতীয় ওভারের দ্বিতীয় বলে মার্ক অ্যাডায়ারের বলে জর্জ ডকরেলের তালুবন্দি হয়ে মাঠ ছাড়েন নবনীত ধালিওয়াল। আউট হবার আগে মাত্র ৬ রান করেন তিনি। কিছুক্ষণ পর ফিরে যান আরেক ওপেনার অ্যারন জনসনও। ব্যক্তিগত ১৪ ও দলীয় ২৮ রানে দুই উইকেট হারিয়ে ধুকতে থাকে কানাডা। ক্রিজে আসেন পরগাট সিং। কিন্তু ক্রেইগ ইয়ংয়ের শিকার হয়ে ১৮ রান করে প্যাভিলিয়নের পথ ধরেন তিনি। অপর ব্যাটার দিলপ্রীত বাজওয়া করেন ৭ রান।

৫৩ রানে ৪ উইকেট হারানো কানাডার দায়িত্ব নেন মিডলঅর্ডারের দুই ব্যাটার নিকোলাস কিরটন ও শ্রেয়াস মুভভা। দুজন মিলে গড়েন ৭৫ রানের পার্টনারশিপ। ৪৯ রান করে আউট হন কিরটন। ৩৭ রান করেন শ্রেয়াস মুভভা। শেষ পর্যন্ত ২০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ১৩৭ রানে থামে কানাডার ইনিংস।

আইরিশদের পক্ষে ২টি করে উইকেট তুলে নেন ক্রেইগ ইয়ং ও ব্যারি ম্যাকার্থি। এছাড়া ১টি করে উইকেট পান মার্ক অ্যাডায়ার ও গ্যারেথ ডেলানি।

/এমএইচআর


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply