আইরিশদের হারিয়ে বিশ্বকাপে নিজেদের প্রথম জয় তুলে নিলো কানাডা

|

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ এ’র ম্যাচে আয়ারল্যান্ডকে ১২ রানে হারিয়েছে প্রথমবারের মতো খেলতে আসা কানাডা। টস জিতে কানাডাকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান আইরিশ অধিনায়ক পল স্টার্লিং। নির্ধারিত ওভার শেষে ১৩৭ রান সংগ্রহ করে কানাডা। জবাবে ১২৫ রানে শেষ হয় আয়ারল্যান্ডের ইনিংস। টি-টোয়েন্টি বিশ্বকাপে এটি কানাডার প্রথম জয়।

নির্দিষ্ট রান তারা করতে নেমে শুরুতে দেখেশুনে খেলতে থাকে আইরিশ ব্যাটাররা। কিন্তু পাওয়ারপ্লের শেষ ওভারেই শুরু হয় ছন্দপতন। ষষ্ঠ ওভারের চতুর্থ বলে ব্যক্তিগত ৭ রানে জেরেমি গর্ডনের বলে শ্রেয়াস মুভভার তালুবন্দি হন আইরিশ ওপেনার ও অধিনায়ক পল স্টার্লিং।

এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে আয়ারল্যান্ড। একে একে বিদায় নেন অ্যান্ডি বালবির্নি, হ্যারি টেক্টর, লোরকান টাকার, কার্টিস ক্যাম্পফার ও গ্যারেথ ডেলানি। বালবির্নি ও টেক্টর ছাড়া কেউই প্রবেশ করতে পারেনি দুই অঙ্কের রানে।

৫৯ রানে ৬ উইকেট হারানো আয়ারল্যান্ডের দায়িত্ব নেন জর্জ ডকরেল ও মার্ক অ্যাডায়ার। দুজন মিলে গড়েন ৬২ রানের পার্টনারশিপ। ৩৪ রান করে আউট হন অ্যাডায়ার। ৩০ রানে অপরাজিত থাকলেও দলকে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়তে ব্যর্থ হন ডকরেল। শেষ পর্যন্ত ২০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ১২৫ রান তুলতে সক্ষম হয় আয়ারল্যান্ড।

কানাডার পক্ষে ২টি করে উইকেট তুলে নেন ডিলন হেইলিগার ও জেরেমি গর্ডন। এছাড়া ১টি করে উইকেট পান জুনায়েদ সিদ্দিকী ও সাদ বিন জাফর।

এর আগে, টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ধাক্কা খায় কানাডা। পাওয়ারপ্লে’র মধ্যেই দুই ওপেনার নবনীত ধালিওয়াল ও অ্যারন জনসনকে হারায় তারাদলীয় ২৮ রানে দুই উইকেট হারিয়ে ধুকতে থাকে কানাডা। ক্রিজে আসেন পরগাট সিং। কিন্তু ক্রেইগ ইয়ংয়ের শিকার হয়ে ১৮ রান করে প্যাভিলিয়নের পথ ধরেন তিনিও। অপর ব্যাটার দিলপ্রীত বাজওয়া করেন ৭ রান।

৫৩ রানে ৪ উইকেট হারানো কানাডার দায়িত্ব নেন মিডলঅর্ডারের দুই ব্যাটার নিকোলাস কিরটন ও শ্রেয়াস মুভভা। দুজন মিলে গড়েন ৭৫ রানের পার্টনারশিপ। ৪৯ রান করে আউট হন কিরটন। তার ৪৯ ও শ্রেয়াস মুভভারের ৩৭ রানে ভর করে ১৩৭ এ থামে কানাডার ইনিংস।

/এমএইচআর


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply