বাংলাদেশের জোড়া আঘাত সামলে পাওয়ার প্লে’তে শ্রীলঙ্কার ফিফটি পার

|

শ্রীলঙ্কার শুরুটা হয়েছে ভালোই। প্রথম ছয় ওভার অর্থাৎ পাওয়ার প্লে’র মধ্যে ৮ দশমিক ৮৩ রানরেটে ব্যাটিং করেছে তারা। সংগ্রহ করেছে ৫৩ রান।

বাংলাদেশও ছেড়ে কথা বলেনি। নিয়েছে ২ উইকেট। পাওয়ারপ্লের মধ্যে বাংলাদেশের হয়ে হাত ঘুরিয়েছেন চার বোলার। বোলিং করেছেন তানজিম, সাকিব, তাসকিন ও মোস্তাফিজ। এদের মধ্যে সফলতার দেখা পান তাসকিন ও মোস্তাফিজ।

তবে, ২ উইকেট নিলেও শ্রীলঙ্কার রানের চাকা থামাতে পারেনি বাংলাদেশ। পাওয়ার প্লেতে দলটি ৫৩ রান নিয়েছে। বাংলাদেশি বোলারদের উপর একাই ছড়ি ঘুরিয়েছেন পাথুম নিশাঙ্কা। ১৮ বলে ঝড়ো ৩৪ রান তুলে নেন তিনি।

বাংলাদেশি বোলারদের মধ্যে এলোমেলো ছিলেন সাকিব। ২ ওভারে ২৪ রান দেন তিনি। অর্থাৎ শ্রীলঙ্কা সাকিবকে পিটিয়েই সংগ্রহ করেছে প্রায় অর্ধেক রান।

/এমএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply