ত্রিশের আগেই উধাও টাইগারদের তিন উইকেট

|

মাত্র ১২৫ রানের টার্গেটে খেলতে নেমে স্কোরবোর্ডে ত্রিশ তুলতে গিয়েই হিমশিম খাচ্ছেন টাইগার ব্যাটাররা। পাওয়ার প্লে’র শেষ ওভারে বাংলাদেশ অধিনায়কের উইকেট তুলে নিয়েছেন লঙ্কানরা। প্রতিবেদন লেখা পর্যন্ত, ২৯ রানে ৩ উইকেট হারিয়ে খাঁদের কিনারায় এখন বাংলাদেশ।

এদিন টস হেরে ব্যাটিং-য়ে নেমে স্কোরবোর্ডে খুব বেশি পুঁজি তুলতে পারেননি সিংহরা। দেখেশুনে খেলবেন টাইগার ব্যাটাররা, প্রত্যাশা ছিল এমনটাই। অন্যদিকে ম্যাচে ফিরতে শ্রীলঙ্কার প্রয়োজন ছিল শুরুতেই উইকেট নেয়া।

কাজটা সহজ করে দিয়েছেন সৌম্য সরকার। ইনিংসের তৃতীয় বলে ধনাঞ্জয়াকে অহেতুক শট খেলতে গিয়ে মিড অনে ক্যাচ তুলে দেন তিনি। ক্যাচ নিয়েই বুনো উল্লাসে মেতে ওঠেন হাসারাঙ্গা।

শূন্য রানে বিদায় নেন সৌম্য। বাংলাদেশ দলীয় ১ রানে হারায় প্রথম উইকেট। ক্রিজে তানজীদের সঙ্গী হয় লিটন। দ্বিতীয় ওভারে আবারও আঘাত হানে নুয়ান থুসারা। এবার সোজা বোল্ড হয়ে ফেরেন আরেক ওপেনার তানজিদ তামিম। করেন ৬ বলে ৩।

এরপর টাইগার অধিনায়ককে নিয়ে দেখেশুনে খেলার চেষ্টা করছিলেন লিটন দাস। তবে, পাওয়ার প্লে’র শেষ ওভারে আবারও আঘাত হানে নুয়ান থুসারা। এবার তার শিকার টাইগার অধিনায়ক। ড্রাইভ করতে গিয়ে মিড অফে ক্যাচ তুলে দেন তিনি। খুব সহজেই ক্যাচটি লুফে নেন আসালাঙ্কা। ১৩ বলে ৭ রানে শান্ত হন শান্ত।

/এমএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply