শান্তিতে নেই শান্তিনগরের মানুষ। বছরখানেক ধরে নিদারুণ পানির কষ্টে পীর সাহেবের গলির মানুষের জীবন ওষ্ঠাগত। এলাকাবাসীর অভিযোগ, গুরুতর এ সমস্যা সমাধানে নেই কার্যকর উদ্যোগ।
এলাকার পীরসাহেবের গলির বাসিন্দা তাসিন আকতারের যৌথ পরিবার। প্রায় এক যুগধরে বসবাস করেন এখানে। গেলো কয়েক মাসের পানির কষ্টে অবর্ননীয় দুর্ভোগে আছে পরিবারটি। বয়োজেষ্ঠ্য আর শিশুদের কষ্ট অন্যদের চেয়ে অনেকটাই বেশি। রান্না, ধোয়া-মোছাসহ নিত্য কাজে পানির অভাবে হাঁপিয়ে উঠেছেন তাসিন আকতার।
পানির অভাবে তাসিন আক্তারের মত এখানকার অন্তত পাঁচশো পরিবারের দুর্বিসহ জীবন যাপনের গল্প একই। তারা জানান, লাইনে পানি না থাকায়, বাধ্য হয়ে ওয়াসা থেকে পানি কিনে কোনো মতে দিন কাটাচ্ছেন তারা। অভিযোগ করেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এ বাজারে নতুন করে খরচ বাড়াচ্ছে পানির বিল।
নাভিশ্বাস ওঠা জ্যেষ্ঠের গরমের সঙ্গে পানির তীব্র সংকট। অস্বাভাবিক এ পরিস্থিতিতে অসুস্থ হয়ে পড়েছেন অনেকে। প্রায় প্রতিদিনই নানা ধরনের রোগবালাইয়ে আক্রান্ত হচ্ছেন বাসিন্দারা। এলাকাবাসীর অভিযোগ, তীব্র পানির সংকট সত্ত্বেও দ্রুত সমস্যা সমাধানে এগিয়ে আসছে না সংশ্লিষ্ট সংস্থা।
ঠিক কবে নাগাদ পানি পাবেন এখানকার মানুষ তার স্পষ্ট কোন জবাব মেলেনি কারো কাছ থেকে।
এটিএম/
Leave a reply