সংলাপে বিশেষ কোন সমাধান পাওয়া যায়নি: ড. কামাল

|

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে জাতীয় ঐক্যফ্রন্টের সংলাপে বিশেষ কোন সমাধান পাওয়া যায় নি এমনটা জানিয়েছেন ঐক্যফ্রন্টের মূল উদ্যোক্তা ড. কামাল হোসেন। বৃহস্পতিবার রাতে সংলাপ শেষে বেইলী রোডের তার বাসায় সাংবাদিকদেের তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, একটা ব্যপারে শুধু সমাধান পাওয়া গেছে তা হলো সভা সমাবেশে বাধা দেয়া হবেনা।

তবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংলাপে আলোচনা নিয়ে সন্তুষ্ট নন বলে জানিয়েছেন।

এর আগে সন্ধ্যা ৭টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে জাতীয় ঐক্যফ্রন্টের সংলাপ শুরু হয়ে শেষ হয় রাত সাড়ে ১০টায়।

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে ১৪ দলীয় জোটের ২৩ নেতার সঙ্গে সংলাপে অংশ নেন জাতীয় ঐক্যফ্রন্টের ২০ নেতা।

ঐক্যফ্রন্টের নেতৃত্ব দেন ড. কামাল হোসেন। তার সঙ্গে ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংলাপে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় থাকার কথা থাকলে শেষ পর্যন্ত তিনি আর যোগ দেননি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply