ইউক্রেন যুদ্ধ জেতার জন্য রাশিয়ার পারমাণবিক অস্ত্রের ব্যবহার প্রয়োজন নেই: পুতিন

|

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেন যুদ্ধ জেতার জন্য রাশিয়ার পারমাণবিক অস্ত্রের ব্যবহার প্রয়োজন নেই। শুক্রবার (৮ জুন) রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে ইন্টারন্যাশনাল ইকোনমিক ফোরামের বৈঠকে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এক প্রতিবেদনে সাউথ চায়না মর্নিং পোস্ট এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, রাশিয়া ইউক্রেনে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে, এমন আশঙ্কার বিপরীতে এই মন্তব্য করেন পুতিন। বলেন, ‘পারমাণবিক অস্ত্রের ব্যবহার কেবল তখনই সম্ভব, যখন রাশিয়ার সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার জন্য হুমকির তৈরি হলে। তবে আমি মনে করি না যে, এই ধরনের কোন পরিস্থিতি তৈরি হয়েছে’।

পুতিন বলেন, ‘আমাদের একটি পারমাণবিক মতবাদ আছে। দেখুন এটি কী বলে! যদি কারও কাজ আমাদের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতাকে হুমকির মুখে ফেলে, তাহলে আমরা সব উপায় ব্যবহার করতে পারব।

/এআই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply