রাজধানীর কদমতলীতে বিপুল পরিমাণ জাল টাকাসহ মাফিয়া জাকিরকে আটক করেছে আইনশৃংখলা বাহিনীর সদস্যরা। এখনো সেখানে অভিযান চালাচ্ছে ডিবি পুলিশের সদস্যরা।
আজ শনিবার (৮ জুন) কদমতলীর দনিয়া থেকে তাকে আটক করা হয়। কর্তৃপক্ষ জানায়, কদমতলীতে জাল টাকা কারখানাসহ কোটি কোটি জাল টাকা উদ্ধার করা হয়েছে। জাল টাকার মাফিয়া জাকিরকেও আটক করা হয়েছে। অভিযান এখনো চলমান আছে।
সূত্র জানিয়ছে, এই কোটি কোটি জাল টাকা আসন্ন ঈদুল আজহা কেন্দ্রিক পশুর হাটগুলোকে সরবরাহ করার চেষ্টা করছিল একটি চক্র। জাল টাকার বিষয়ে দুপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।
২০১২ সাল থেকে এ কাজটি করে আসছিলো জাল টাকার অন্যতম পথিকৃত জাকির। বাগেরহাট খুলনাতেও তার কারখানা ছিল। এক নারী ক্রেতার সূত্র ধরে এই কারখানা পায় পুলিশ। এই কারখানায় ভারতীয় মুদ্রাও তৈরি হতো। এই চক্রে আরও অনেকে জড়িত আছে।
এটিএম/
Leave a reply