Site icon Jamuna Television

জাতিসংঘের কালো তালিকায় ইসরায়েলি বাহিনী

গাজায় শিশুদের ওপর বর্বর হামলার কারণে ইসরায়েলি সেনাবাহিনীকে কালো তালিকাভুক্ত করেছে জাতিসংঘ। ইসরায়েলি হামলায় হাজার হাজার শিশু ও নারীর মৃত্যুতে এ সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। শনিবার (৮ জুন) এক প্রতিবেদনে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জাতিসংঘের এমন সিদ্ধান্তের প্রতিক্রিয়া জানিয়ে বলেন, হামাসকে সমর্থন করে সংস্থাটি নিজেকেই উল্টো ইতিহাসের কালো তালিকায় অন্তর্ভুক্ত করেছে।

জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত গিলাদ এরদান সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে শেয়ার করে বলেন, জাতিসংঘের এই পদক্ষেপ ‘লজ্জাজনক’। 

গিলাদ এরদান আরও বলেন, ‘আমাদের সেনাবাহিনী হলো বিশ্বের সবচেয়ে নৈতিকতাসম্পন্ন বাহিনী। এক ব্যক্তিই একে কালো তালিকাভুক্ত করেছেন। তিনি হলেন জাতিসংঘের মহাসচিব। তিনি সন্ত্রাসবাদকে উৎসাহিত করছেন’।

/এআই

Exit mobile version