বাজেটে উচ্চ শুল্কায়ন: ‘পোশাক শিল্পের উৎপাদন ব্যাহত হবে’

|

বাজেটে উচ্চ শুল্কায়নের কারণে ব্যাহত হবে তৈরি পোশাক শিল্পের উৎপাদন। রিজার্ভ বাড়াতে বস্ত্রখাতে আরও সহায়তা দরকার। তা না হলে বন্ধ হয়ে যাবে অনেক কারখানা।

শনিবার (৮ জুন) দুপুরে বিজিএমইএ ভবনে তৈরি পোশাক খাতের ৩টি সংগঠন বিজিএমইএ, বিকেএমইএ ও বিটিএমএ এর যৌথ সংবাদ সম্মেলনে এমন আশঙ্কার কথা বলা হয়।

সংবাদ সম্মেলনে সংগঠনগুলোর নেতারা জানান, জ্বালানি খরচ ও শ্রমিকের মজুরি বৃদ্ধি পেয়েছে। কিন্তু আন্তর্জাতিক বাজারে পোশাকের দাম বাড়েনি। এই সময়ে প্রণোদনা ও সহায়তা বন্ধ হলে টিকে থাকা কঠিন হবে।

আরও বলা হয়, আগের তুলনায় বৈশ্বিক চ্যালেঞ্জ আরও তীব্র হয়েছে। তাই নগদ সহায়তা বন্ধ করা হলেও বিকল্প উপায় বের করতে হবে। ব্যাকওয়ার্ড লিংকেজ শিল্পের প্রসারেও প্রণোদনা প্রয়োজন। ব্যাংক খাত থেকে সরকার বেশি ঋণ নিলে উদ্যোক্তারা ঝুঁকিতে পড়বেন বলেও মন্তব্য দেশীয় পোশাক শিল্পের সংগঠনের নেতারা।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply