কুয়েতে ২৩ হাজার বোতল নকল জমজমের পানি জব্দ

|

কুয়েতে ২৩ হাজার বোতল নকল জমজমের পানি জব্দ করেছে দেশটির বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়। এছাড়া উদ্ধার করা হয়েছে নকল পানির বোতল উৎপাদনের সাথে জড়িত অন্যান্য সরঞ্জাম।

ভোক্তাদের নিরাপত্তা ও বাজারে নকল পণ্য প্রতিরোধে এমন পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানানো হয়েছে।

সাম্যাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করা একটি ব্লগ পোস্টে জানায়, মন্ত্রণালয়ের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে একটি গুদাম পরিদর্শনে যায় তারা। এ সময় সেখানে ২০০ মিলি লিটারের ২৩০০ হাজার নকল জমজম পানির বোতলের অস্তিত্ব খুঁজে পায়।

বিশ্বব্যাপী মুসলমানদের কাছে জমজম জলের পবিত্র তাত্পর্যের। বিশেষ করে হজের মৌসুমে এটি সারাবিশ্বের মানুষের কাছে আরও গুরুত্বপূর্ণ। এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে বলে জানিয়েছেন দেশটির প্রশাসন।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply