সিলেট আন্তঃউপজেলা টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে বিশ্বনাথ উপজেলা ফুটবল দল। গতকাল তারা ওসমানীনগর উপজেলা ক্রীড়া সংস্থাকে ১-০ গোলে পরাজিত করে।
জেলা স্টেডিয়ামে আবুল মাল আবদুল মুহিত ও কে-স্পোর্টসের পৃষ্ঠপোকতায় ম্যাচটি শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে। নির্ধারিত সময়ে এক গোলে এগিয়ে যায় বিশ্বনাথ উপজেলা। বাকি সময় গোল পরিশোধের একাধিক চেষ্টা নিষ্ফল হয় ওসমানীনগরের।
এক গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বিশ্বনাথ। বিশ্বনাথ উপজেলা ক্রীড়া সংস্থা’র জসিম ম্যাচের সেরা খেলোয়ার নির্বাচিত হন। ফাইনাল শেষে দুই দলের খেলোয়ারদের মধ্যে পুরস্কার বিতরণ করেন বিভাগীয় কমিশনার মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী।
Leave a reply