জঙ্গি আস্তানা সন্দেহে নেত্রকোণায় বাড়ি ঘিরে রেখেছে পুলিশ

|

স্টাফ করেসপন্ডেন্ট, নেত্রকোণা:

জঙ্গি আস্তানা সন্দেহে নেত্রকোণা সদরের একটি বাড়ি ঘেরাও করে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী। শনিবার (৮ জুন) বিকেল থেকেই কাইলাটি ইউনিয়নের ভাসাপাড়া এলাকায় বাড়িটি ঘিরে রাখা হয়েছে।

পুলিশ জানিয়েছে, সদরের ওই বাড়িটি প্রফেসর আব্দুল মান্নান নামের এক ব্যক্তির। জঙ্গিরা এই বাড়ি ভাড়া নিয়ে তাদের কার্যক্রম চালিয়ে আসছিল। এরইমধ্যে অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, ১৭ রাউন্ড গুলি ও জঙ্গি কাজে ব্যবহৃত নানা সরঞ্জাম উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তবে কাউকে আটক করা হয়নি।

নেত্রকোণার পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ বলেছেন, কাউন্টার টেরোরিজম ইউনিটের একটি দল ঘটনাস্থলে যাচ্ছে। তারাই বাড়িটিতে মূল অভিযান চালাবে।

জানা গেছে, বাড়িটি ভাড়া নেয়ার পর এর সীমানাপ্রাচীর আরও উঁচু করা হয়। এরপর নারকেলগাছ, আমগাছ ধরে সীমানাপ্রাচীরে প্রায় ২০টির মতো সিসিটিভি ক্যামেরা বসানো হয়। বাড়িটির ভেতরে দুইটি পুকুর রয়েছে। ওই বাড়িতে স্থানীয় কাউকে ঢুকতে দেয়া হয় না।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply