প্রোটিয়াদের বিপক্ষে স্বল্প রানের পুঁজি পেলো নেদারল্যান্ডস

|

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ ডি’র ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ১০৪ রানের টার্গেট দিয়েছে নেদারল্যান্ডস। শনিবার (৮ জুন) নিউইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রোটিয়াদের বিপক্ষে ব্যাটিংয়ে নেমে এ সংগ্রহ পায় স্কট এডওয়ার্ডসের দল। দলের পক্ষে সর্বোচ্চ ৪০ রান করেন সাইব্র্যান্ড এঙ্গেলব্রেখ্ট।

আগে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় ডাচ শিবির। পাওয়ারপ্লের ভেতরেই টপঅর্ডারের তিন ব্যাটারকে হারিয়ে চাপে পড়ে নেদারল্যান্ডস। ইনিংসের প্রথম ওভারের তৃতীয় বলেই কুইন্টন ডি ককের তালুবন্দি হয়ে মাঠ ছাড়েন ওপেনার মাইকেল লেভিট। শূন্য রানে সাজঘরে ফেরেন তিনি। চতুর্থ ওভারে ডাচ শিবিরে আঘাত হানেন ওটনিল বার্টম্যান। ফেরান ম্যাক্স ও’ দাউদকে। নতুন ব্যাটার বিক্রমজিৎ সিংও ব্যর্থ। ১২ রানে জানসেনের বলে আউট হয়ে মাঠ ছাড়েন তিনি। মাত্র ১৭ রানে ৩ উইকেট হারিয়ে ধুকতে থাকে নেদারল্যান্ডস।

ডাচদের দায়িত্ব নেন সাইব্র্যান্ড এঙ্গেলব্রেখ্ট ও পল ভ্যান মিকেরেন। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকলেও এই দুজনের ব্যাট থেকে আসে যথাক্রমে ৪০ ও ২৩ রান। ছয় ব্যাটার ব্যর্থ হন দুই অঙ্কের রানে পৌঁছাতে। শেষ পর্যন্ত ২০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ১০৩ রানে থামে ডাচদের ইনিংস।

প্রোটিয়াদের পক্ষে ১১ রানে ৪টি উইকেট তুলে নেন ওটনিল বার্টম্যান। এছাড়া ২টি করে উইকেট পান মার্কো জানসেন ও অ্যানরিচ নর্টজে।

/এমএইচআর


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply