হৃদরোগ বিশেষজ্ঞকে পাশে নিয়ে বাংলাদেশের খেলা দেখেছেন বিসিবির বোর্ড কর্তারা

|

বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে টাইগারদের জয়ের পর বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস বলেছেন, ম্যাচের আগে অনেক চাপ ছিলো। তবে খেলোয়াড়দের ভেতর আত্মবিশ্বাসের অভাব ছিলো না। তবে ছোট টার্গেট অনেক সময় পচা শামুকের মতো হয়, পা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তবে সেটি হয়নি। এমনকি ম্যাচ চলাকালীন এক হৃদরোগ বিশেষজ্ঞকে পাশে নিয়ে বোর্ড কর্তারা খেলে দেখেছেন বলেও জানান তিনি।

এদিকে বিসিবি প্রেসিডেন্টের উদ্ধৃতি দিয়ে জালাল ইউনুস জানান, প্রেসিডেন্ট বলেছেন, আপনারা আমার হার্টটাকে শেষ করে দিলেন। এ সময় দলের ক্রিকেটারদের নিয়েও কথা বলেন তিনি। লিটনের প্রশংসা করার পাশাপাশি সাকিবের ফর্মে ফিরে আসাটা দলের জন্য প্রয়োজন বলেও মনে করেন বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান। এছাড়া গ্রুপ পর্ব পার হয়ে পরের রাউন্ডে যাওয়াটাকেই আপাতত মূল ফোকাসে রাখছে বাংলাদেশ দল বলেও জানান তিনি।

উল্লেখ্য, টুর্নামেন্ট শুরুর আগে যুক্তরাষ্ট্রের সাথে হার, প্রস্তুতি ম্যাচে ভারতের সাথে ছন্নছাড়া ব্যাটিংয়ের পাশাপাশি নেটিজেনদের সমালোচনা, সবকিছু মিলে ম্যাচের আগে টাইগারদের ওপর চাপ ছিলো পাহাড়সম। সেই ম্যাচ জিতে এখন অনেকটাই চাপমুক্ত নাজমুল শান্তর দল।

/এমএইচআর


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply