ভারতের আসামে ৫ বাংলাভাষীকে গুলি করে হত্যা করা হয়েছে। রাজ্যের তিনসুকিয়া জেলায় বৃহস্পতিবার রাতে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সামরিক পোশাক পড়া একদল সশস্ত্র ব্যক্তি খেরবাড়ি গ্রামে প্রবেশ করে ৫ জনকে অস্ত্রের মুখে তুলে নিয়ে যায়। তারা হলেন শ্যামলাল বিশ্বাস, অনন্ত বিশ্বাস, অবিনাশ বিশ্বাস, সুবল দাস এবং ধনঞ্জয় নমোশূদ্র। পরে তাদের মরদেহ পাওয়া যায়।
পুলিশ জানায়, অন্তত ৫০ রাউন্ড গুলি ছুঁড়ে তাদের হত্যা করা হয়। হত্যাকাণ্ডে আসামের উগ্রবাদী গোষ্ঠী উলফা জড়িত থাকতে পারে বলে প্রাথমিক তদন্ত শেষে জানিয়েছে পুলিশ।
এ ঘটনার পর, আতঙ্ক ছড়িয়েছে রাজ্যের সাধারণ মানুষের মাঝে। নাগরিকত্ব তালিকা এনআরসি নিয়ে শঙ্কার মাঝেই এ ধরণের হামলা জাতিগত উত্তেজনা সৃষ্টি করতে পারে শঙ্কা রাজনীতিবিদদের। এ ঘটনায় নিন্দা জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
Leave a reply