ক্ষতিকর গেমস-অ্যাপসের ব্যাপারে বিটিআরসি’র সতর্কবার্তা

|

প্রযুক্তির দুনিয়ায় নিত্য নতুন আতঙ্ক। কখনও কোনো গেম তরুণদের মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করছে, কোনো অ্যাপ তাদের বিপথগ্রস্ত করছে। ফলাফলস্বরূপ ঘটছে নানা ধরনের দুর্ঘটনা। এর সাম্প্রতিক সংযোজন ব্লু হোয়েল গেম। বিশ্বজুড়ে এ গেমে আসক্ত তরুণ-তরুণীদের আত্মহত্যার খবর পাওয়া যাচ্ছে।

এ প্রেক্ষিতে অভিভাবক, শিক্ষকদের দৃষ্টি আকর্ষণ করে বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন-বিটিআরসি। ক্ষতিকর মোবাইল ও অনলাইন গেমস/অ্যাপ ও লিংক থেকে তরুণদের দূরে রাখার ব্যাপারে সচেষ্ট থাকার আহ্বান জানানো হয়েছে। এ ধরনের ক্ষতিকর কিছু নজরে এলে অফিস চলাকালীন সময়ে ২৮৭২ নম্বরে ফোন করে বিটিআরসি’কে অবহিত করার আহ্বান জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

এ বিষয়ে সচেতনতা সৃষ্টি করতে গণমাধ্যমসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছে বিটিআরসি।

যমুনা অনলাইন: টিএফ

 

 


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply