ইসরায়েলে কয়লা রফতানি স্থগিত করতে যাচ্ছে কলম্বিয়া। শনিবার (৮ জুন) এই ঘোষণা দেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। ইসরায়েলের গাজায় আগ্রাসনের জেরে কলম্বিয়া এমন পদক্ষেপের ঘোষণা দিলো। খবর বার্তা সংস্থা এপির।
কলম্বিয়ার প্রথম বামপন্থী প্রেসিডেন্ট গুস্তাভো। তিনি ইসরায়েললের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কঠোর সমালোচক বলে পরিচিত। তিনি এক্সে (সাবেক টুইটার) বলেন, গাজায় গণহত্যা বন্ধ না হওয়া পর্যন্ত ইসরায়েলে তার দেশের কয়লা রফতানি স্থগিত থাকবে।
গুস্তাভো অবশ্য খসড়া আইনের কিছু অংশ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। যেটা নির্দেশ করে– কলম্বিয়া তখনই আবার কয়লা রফতানি শুরু করবে, যদি আন্তর্জাতিক বিচার আদালতের আদেশ (গাজা উপত্যকা থেকে সৈন্য প্রত্যাহার) মেনে চলে ইসরায়েল।
উল্লেখ্য, ইসরায়েলের প্রধান কয়লা সরবরাহকারী দেশ কলম্বিয়া। বোগোতায় অবস্থিত ইসরায়েলি দূতাবাসের তথ্য অনুযায়ী, ২০২৩ সালে ইসরায়েলের কাছে ৪৫ কোটি ডলারের কয়লা রফতানি করে গুস্তাভোর দেশ।
/এএম
Leave a reply