বর্তমান সময়ের অন্যতম সেরা দুই ব্যাটার ভিরাট কোহলি ও বাবর আজম। নিজ নিজ দেশের হয়ে প্রতিনিয়ত ছাড়িয়ে যাচ্ছেন নিজেদের। দুজনের মধ্যে তুলনা শোনা যায় প্রায়ই। কারো চোখে সেরা বাবর, আবার কারো চোখে কোহলি। এ নিয়ে এবার বিস্ফোরক মন্তব্য করলেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার দানিশ কানেরিয়া। জানালেন, কোহলির জুতার সমান যোগ্য নয় বাবর।
রোববার (৯ জুন) টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের মুখোমুখি হয়েছে পাকিস্তান। এই ম্যাচের আগে স্বাভাবিকভাবেই জোর আলোচনার চলছে কোহলি ও বাবরকে নিয়ে। দুই জনের পারফরম্যান্স নিয়ে করা হচ্ছে নানা বিশ্লেষণ।
পাকিস্তানের হয়ে ২০১০ সালে সর্বশেষ খেলা কানেরিয়া অনেক দিন ধরেই পাকিস্তান ক্রিকেট দলের কঠোর সমালোচক। বিশ্বকাপে ভারত-পাকিস্তান মুখোমুখি হওয়ার আগে দেয়া সাক্ষাৎকারেও যার পুনরাবৃত্তি ঘটেছে।
ভারতীয় বার্তা সংস্থা আইএএনএস-কে দেয়া সাক্ষাৎকারে কানেরিয়া যুক্তরাষ্ট্রের বিপক্ষে পাকিস্তানের সুপার ওভার ম্যাচের প্রসঙ্গ টেনে বাবরকে কাঠগড়ায় তোলেন। কানেরিয়া বলেন, যুক্তরাষ্ট্রের বোলাররা ওকে আটকে রেখেছিল, খেলতে পারছিল না। ৪০-এর মতো রান করার পরপরই আউট হয়ে গেল। অথচ ওর টিকে থাকা দরকার ছিল। ম্যাচটা পাকিস্তানের সহজভাবেই জেতা উচিত ছিল।
এ প্রসঙ্গে ভারতের তারকা ব্যাটার কোহলির সঙ্গে বাবরের তুলনাকে তীব্র কটাক্ষ করেন কানেরিয়া। তিনি বলেন, লোকে বাবর আজম, বাবর আজম করতে থাকে। এক দিন বাবর একটা সেঞ্চুরি করলেই পরদিন ওর সঙ্গে ভিরাট কোহলির তুলনা শুরু হয়ে যায়। আরে সে তো বাবরের জুতার সমানই নয়।
জুতার সমানই নয় কথাটা দুইবার বলেন কানেরিয়া। ৪৩ বছর বয়সী এই সাবেক ক্রিকেটারের মতে, পাকিস্তান দল টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে সিরিয়াস নয়, যুক্তরাষ্ট্রে ওরা পরিবার নিয়ে ছুটি কাটাতে গেছে।
শুধু বাবরকে নয়, যুক্তরাষ্ট্রের বিপক্ষে হারের দায় পুরো দলকেই দিয়েছেন কানেরিয়া। ক্ষুব্ধ প্রতিক্রিয়ায় তিনি বলেছেন, খেলতে নয় পরিবার নিয়ে যেন ছুটি কাটাতে গিয়েছে শাহিন শাহ আফ্রিদি, মোহাম্মদ রিজওয়ানরা। কানেরিয়া বলেন, পাকিস্তান ক্রিকেট দল মানেই তামাশা। টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে তারা সিরিয়াস নয়; সপরিবারে আমেরিকায় ছুটি কাটাচ্ছেন তারা। ভিরাট কোহলির ধারেকাছেও নেই বাবর আজম।
/আরআইএম
Leave a reply