পদত্যাগের ঘোষণা দিয়েছেন বেলজিয়ামের প্রধানমন্ত্রী আলেক্সান্ডার দ্য ক্রো। রোববার (৯) স্থানীয় সময় সন্ধ্যায় তিনি এ ঘোষণা দেন। এসময় তিনি কান্নায় ভেঙে পড়েন।
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পার্লামেন্ট এবং অভ্যন্তরীণ নির্বাচনে কাঙ্ক্ষিত ফল অর্জনে ব্যর্থ হওয়ায় প্রধানমন্ত্রী ক্রো পদত্যাগের ঘোষণ দেন। এসময় কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘এটি খুবই কঠিন একটি সন্ধ্যা।’
বেলজিয়ামের ভোটাররা এ সপ্তাহে ইইউ পার্লামেন্টের ভোট দিয়েছেন। পাশাপাশি তারা দেশটির কেন্দ্রীয় ও আঞ্চলিক নির্বাচনেও ভোট দিয়েছেন। নির্বাচনে দেশটির উগ্র ডানপন্থী ভ্লামস বেলাং পার্টি বেশ ভালো করেছে বলে গণমাধ্যমের খবরে বলা হচ্ছে। যদিও দলটি প্রত্যাশা পূরণে বেশ পিছিয়ে থাকবে বলে ধারণা।
অপরদিকে আলেক্সান্ডার দ্য ক্রোর নেতৃত্বাধীন ক্ষমতাসীন জোট নিজেদের সংখ্যাগরিষ্ঠতা হারাতে পারে। এসব কারণেেই ক্রো সরকারপ্রধানের পদ ছাড়ার ঘোষণা দিয়েছেন। ক্রো বলেন, ‘ভোটারদের সংকেত স্পষ্ট’। এসময় তাকে চোখ থেকে পানি মুছতে দেখা যায়।
বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, প্রধানমন্ত্রী ক্রো নিউ ফ্লেমিশ অ্যালায়েন্স, ভ্লামস বেলাং পার্টি ও ভুরুইত পার্টিকে অভিনন্দন জানিয়েছেন। সোমবার (১০ জুন) থেকে পদত্যাগ কার্যকর হবে ক্রো’র। তিনি ২০২০ সালের অক্টোবরে দায়িত্ব নিয়েছিলেন।
/এনকে
Leave a reply