জটিলতা থাকলেও সার্বিক হজ ব্যবস্থাপনায় সন্তুষ্ট হাব

|

ফাইল ছবি

কিছু জটিলতা থাকলেও সার্বিক হজ ব্যবস্থাপনায় সন্তুষ্ট হাব। সোমবার (১০ জুন) সকালে আশকোনার হজ ক্যাম্পে সংবাদ সম্মেলন করেন হাব সভাপতি শাহাদাত হোসাইন তসলিম।

এ সময় হাব সভাপতি বলেন, পবিত্র হজ অনুষ্ঠিত হবে ১৭ জুন। এবার বাংলাদেশ থেকে হজে যাচ্ছেন ৮৫ হাজার ২৫৭ জন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১০ হাজার ১৯৮ জন হজে যাচ্ছেন, বাকিরা বেসরকারি ব্যবস্থাপনায়।

তিনি আরও বলেন, হজ সংক্রান্ত বেশিরভাগ জটিলতাই মধ্যস্বত্ত্বভোগীদের কারণে তৈরি হয়েছে। এবার কোনো কোনো ব্যাংক, হজ যাত্রীদের টিকিটের টাকা ঠিকমত সংরক্ষণ করেনি, এমন অভিযোগ আছে। এ কারণেই টিকিট নিয়ে কিছুটা জটিলতা ছিলো বলেও জানান তিনি।

হাব সভাপতির দাবি, সবার সম্মিলিত প্রচেষ্টায় প্রায় শতভাগ যাত্রীর হজ যাত্রা নিশ্চিত করা সম্ভব হয়েছে।

/এএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply