টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, বাদ পড়লেন সৌম্য

|

ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে শক্তিশালী দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। টি-টোয়েন্টিতে প্রোটিয়াদের বিপক্ষে কখনো জিততে পারেনি টাইগাররা। তবে প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারানোর পর আত্মবিশ্বাস আজ কিছুটা স্বস্তি নিয়ে মাঠে নামছে নাজমুল শান্ত’র দল।

সোমবার (১০ জুন) নিউইয়র্কের নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশকে বোলিংয়ে পাঠিয়েছে প্রোটিয়া অধিনায়ক এইডেন মার্করাম। বাংলাদেশ অধিনায়ক শান্ত অবশ্য জানিয়েছেন, টস জিতলে তিনি আগে বোলিংই নিতেন। তাই টসের সিদ্ধান্তে তার কোনো আপত্তি নেই।

গুরুত্বপূর্ণ ম্যাচে একাদশে একটি বদল এনেছে বাংলাদেশ। সৌম্য সরকারের জায়গায় একাদশে এসেছেন জাকের আলি অনিক। ম্যাচের আগের দিন প্রায় পূর্ণ ছন্দে অনুশীলন করলেও এই ম্যাচেও নেই বাঁহাতি পেসার শরিফুল ইসলাম। অন্যদিকে, নেদারল্যান্ডসের বিপক্ষে জেতা ম্যাচে কোনো পরিবর্তন আনেনি দক্ষিণ আফ্রিকা। চার পেসারের সঙ্গে তাদের একাদশে আছেন দুই স্পিনার।

বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, লিটন দাস (উইকেটরক্ষক), নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব।

দক্ষিণ আফ্রিকা একাদশ: কুইন্টন ডি কক, রিজা হেনড্রিকস, এইডেন মার্করাম, হেইনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, ট্রিস্টান স্টাবস, মার্কো ইয়ানসেন, কেশভ মহারাজ, কাগিসো রাবাদা, এইনরিখ নরকিয়া, ওটনিয়েল বার্টমান।

/আরআইএম

 


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply