‘তরুণদের স্বনির্ভর ও সমাজকে এগিয়ে নিতে ডিজিটাল সমাধান গুরুত্বপূর্ণ’

|

তরুণদের স্বনির্ভর ও সমাজকে এগিয়ে নিতে বৈশ্বিকভাবে ডিজিটাল সমাধান গুরুত্বপূর্ণ বলে মনে করেন ঢাকার ইইউ ডেলিগেশন প্রধান চার্লস হোয়াইটলি। আজ সোমবার (১০ জুন) বিকেলে রাজধানীর ইমকে সেন্টারে নেক্সটকার্টের অ্যাপস উদ্বোধন করে তিনি এমনটা জানিয়েছেন।

চার্লস হোয়াইটলি বলেন, নেক্সটকার্টের মতো প্রযুক্তি ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা এবং ডিজিটাল প্ল্যাটফর্মে ব্যবসা পরিচালনা আরও সহজ করে তুলবে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, রিটেইল অটোমেশন ও এসএমই খাতে ব্যবসায়ীরা নেক্সটকার্টের মতো আধুনিক প্রযুক্তি ব্যবহার করে প্রতিযোগিতামূলক বাজারে নিজেদের অবস্থান দৃঢ় করতে পারবে।

অনলাইন ও অফলাইন ব্যবসা নির্বিঘ্নে পরিচালনা, ব্যবসা সহজীকরণ, ডিজিটাল উপস্থিতি বৃদ্ধি এবং প্রবৃদ্ধি নিশ্চিত করার মাধ্যমে উদ্যোক্তাদের জন্য এই অ্যাপস কার্যকর বলে জানান নেক্সটকার্টের সংশ্লিষ্টরা।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply