ওয়েস্ট ইন্ডিজে পৌঁছেছে টাইগাররা

|

ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের পরবর্তী ম্যাচ খেলতে ওয়েস্ট ইন্ডিজের সেন্ট ভিনসেন্টে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। টিম হোটেলে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়েছে টাইগারদের। সুপার এইটের লক্ষ্য নিয়ে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে বাকি দুই ম্যাচে জয় তুলে নিতে মরিয়া শান্ত-সাকিবরা।

অম্ল-মধুর স্মৃতি নিয়ে ওয়েস্ট ইন্ডিজে গিয়েছে বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে জয় দিয়ে বিশ্বকাপ শুরু করার পর দক্ষিণ আফ্রিকার কাছে ধরাশায়ী হয়েছে লাল সবুজের দল। নিউইয়র্কে টাইগার পেসারদের দুর্দান্ত বোলিংয়ে মাত্র ১১৩ রানে গুটিয়ে যায় প্রোটিয়ারা। তবে সহজ লক্ষ্য তাড়ায় নেমেও জয়ের বন্দরে পৌঁছাতে ব্যর্থ হয় শান্ত-সাকিবরা।

সুপার এইটে যেতে গ্রুপের বাকি দুটি ম্যাচে জয় ছাড়া বিকল্প নেই বাংলাদেশের সামনে। তা নিয়েই এখন ভাবছে পুরো দল। ২ ম্যাচে ১ জয় ও ১ পরাজয় নিয়ে গ্রুপ ডি এর পয়েন্ট টেবিলে দ্বিতীয় অবস্থানে আছে বাংলাদেশ। তবে সমান পয়েন্ট নিয়ে টাইগারদের ঘাড়ের উপর নিশ্বাস ফেলছে নেদারল্যান্ডস। বৃহস্পতিবার এই ডাচদের বিপক্ষেই লড়তে হবে টিম টাইগার্সকে। সেন্ট ভিনসেন্টের কিংস টাউনে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হবে ম্যাচ।

গ্রুপ পর্ব পেরিয়ে সুপার এইটে পৌঁছাতে হলে এই ম্যাচ জয় ছাড়া অন্য কিছু ভাবার সুযোগ নেই বাংলাদেশের।টাইগারদের দ্বিতীয় ম্যাচটিও হবে এই ভেন্যুতেই। যেখানে আগামী ১৭ জুন ভোর সাড়ে ৫টায় নেপালের বিপক্ষে গ্রুপপর্বের শেষ ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ দল।

/আরআইএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply