চলতি বছরের হজের মধ্যে থাকবে তীব্র গরম, সতর্ক করলো সৌদি কর্তৃপক্ষ

|

চলতি বছরের হজ মৌসুমে তীব্র তাপমাত্রা থাকতে পারে বলে সতর্ক করেছে সৌদি আরব। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, চলমান তাপমাত্রা ৪৮ ডিগ্রি সেলসিয়াসেও পৌঁছাতে পারে বলে হজ যাত্রীদের সতর্ক করেছে তারা। বুধবার (১২ জুন) এক প্রতিবেদনে সংবাদমাধ্যম আরব নিউজ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র মুহাম্মদ আল-আব্দুল আলি বলেছেন, উচ্চ তাপমাত্রা এ বছরের হজ মৌসুমে একটি বড় চ্যালেঞ্জ তৈরি করবে। হজ যাত্রীদের গরম থেকে সুরক্ষিত থাকতে তিনি মন্ত্রণালয় নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান।

এছাড়াও হজের সময় গরম থেকে বাঁচতে ছাতা ব্যবহার, বেশি বেশি পানি পান ও প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। সৌদি আরবের আবহাওয়া অফিস আগেই জানিয়েছিল যে, হজের সময় মক্কার তাপমাত্রা ৪৫ থেকে ৪৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। পাশাপাশি সম্ভাবনা রয়েছে গরম থেকে তীব্র গরম ও সামান্য বৃষ্টির।

উল্লেখ্য, ১৪ জুন শুক্রবার থেকে শুরু হবে এ বছরের হজের আনুষ্ঠানিকতা।

/এআই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply