ইসরায়েল পার্লামেন্টের ভোটযুদ্ধ গড়ালো বাক-বিতণ্ডায়

|

সেনাবাহিনীতে বাধ্যতামূলক যোগদান আইন সংস্কার ইস্যুতে উত্তপ্ত ইসরায়েলের পার্লামেন্ট। মঙ্গলবার (১২ জুন) পাল্টাপাল্টি বিতর্কে নেসেটে ছড়ায় ব্যাপক উত্তেজনা। এদিন প্রস্তাবিত আইনের ওপর ভোটাভুটি আয়োজনের প্রস্তুতিও ভেস্তে যায় বাক-বিতণ্ডায়।

গত কয়েক দশক ধরেই ইসরায়েলে সেনাবাহিনীতে বাধ্যতামূলক যোগদান আইন স্পর্শকাতর ইস্যুতে পরিণত হয়েছে। তবে, দেশটির সব নাগরিকের সামরিক বাহিনীতে যোগদানে বাধ্যবাধকতা থাকলেও ধর্মচর্চায় নিয়োজিত হারেদি যুবকরা এক্ষেত্রে ছাড় পায়।

এদিকে, হারেদি সম্প্রদায়ের আল্ট্রা অর্থোডক্স ইহুদিদের বেশিরভাগই তাওরাত বিষয়ক লেখাপড়া এবং ধর্মচর্চায় জীবন কাটান। ধর্মীয় মূল্যবোধের সাথে সাংঘর্ষিক হওয়ায় সেনাবাহিনীতে যোগ দিতে নারাজ তারা।

তবে, নতুন আইনে তাদেরকেও রণক্ষেত্রে পাঠানোর পরিকল্পনা করা হয়। যার পক্ষে-বিপক্ষে দেশজুড়ে হয় ব্যাপক আন্দোলন। যার প্রতিফলন ইসরায়েলের পার্লামেন্টে দেখা গেলো গতকাল।

/এমএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply