রাজত্ব হারালেন সাকিব

|

ছবি: সংগৃহীত

ব্যাটে-বলে সাকিব আল হাসানের বিবর্ণ পারফরম্যান্সের দেখা মিলছে সম্প্রতি। টি-টোয়েন্টি বিশ্বকাপে টানা দুই ম্যাচে উইকেট ছুড়ে দিয়েছেন। বোলিংয়েও পাননি উইকেটের দেখা। সাকিবকে এর খেসারত দিতে হলো র‍্যাঙ্কিংয়ে। 

সাকিবকে পেছনে ফেলে আইসিসির টি-টোয়েন্টি অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান দখল করেছেন আফগানিস্তানের মোহাম্মদ নবী। চার ধাপ পিছিয়ে সাকিব নেমেছেন পাঁচে। সর্বশেষ ২০১২ সালের ২৫ সেপ্টেম্বর র‍্যাঙ্কিংয়ের পাঁচে নেমেছিলেন সাকিব।

আজ বুধবার (১২ জুন) সাপ্তাহিক র‍্যাঙ্কিং হালনাগাদ করেছে আইসিসি। দুই ধাপ এগিয়ে টি-টোয়েন্টিতে অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষে উঠেছেন নবী। এই আফগান অলরাউন্ডারের রেটিং পয়েন্ট ২৩১। দুই ম্যাচে ১৪ রান করলেও বোলিংয়ে দুর্দান্ত তিনি। ৪.৮০ ইকোনমিতে ২ উইকেট পেয়েছেন নবী।

তিন ধাপ এগিয়ে তালিকার দুইয়ে জায়গা করে নিয়েছেন মার্কাস স্টয়নিস। এই ক্রিকেটারের রেটিং পয়েন্ট ২২৫। ওমানের বিপক্ষে গত ৫ জুন অলরাউন্ড পারফরম্যান্স করে জেতেন ম্যাচসেরার পুরস্কার। এক ধাপ পিছিয়ে ২১৬ রেটিং পয়েন্ট নিয়ে তিনে অবস্থান ওয়ানিন্দু হাসারাঙ্গার। এবারের বিশ্বকাপে দুই ম্যাচ খেলে এখনও রানের খাতা খুলতে পারেননি। বোলিংয়ে ৭.৩৬ ইকোনমিতে নিয়েছেন ৪ উইকেট।

টানা দুটি ম্যাচে সাকিবের ব্যাটে-বলে এমন অনুজ্জ্বল পারফরম্যান্সের কারণে সাকিবের রেটিং ১৫ পয়েন্ট কমে এখন ২০৮। টি-টোয়েন্টি বিশ্বকাপে না খেলা জিম্বাবুয়ের সিকান্দার রাজাও তার উপরে আছেন (২১০ রেটিংয়ে ৪ নম্বরে)।

দীর্ঘদিন ধরে সীমিত ওভারের ক্রিকেটে অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে সাকিবের রাজত্ব ছিল। মাঝখানে কিছু দিন বেছে বেছে খেলার কারণে হারিয়েছেন রেটিং পয়েন্ট, সেই সাথে আবার সাম্প্রতিক অফফর্ম। বিশ্বকাপের আগে সাকিবকে দ্বিতীয় স্থানে ঠেলে শীর্ষে উঠে গিয়েছিলেন শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা। যদিও হাসারাঙ্গাকে হটিয়ে শীর্ষস্থান ফিরে পেয়েছিলেন সাকিব। তবে এবার এক ধাপ নয়, সাকিব ছিটকে গেছেন ৪ ধাপ নিচে।

অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে সাকিবের বড় পতন ঘটলেও ব্যাটিং ও বোলিংয়ে বড় লাফ দিয়েছেন তাওহিদ হৃদয় ও মোস্তাফিজুর রহমান। তাওহিদ হৃদয় শ্রীলঙ্কার বিপক্ষে ২০ বলে ৪০ এবং প্রোটিয়াদের বিপক্ষে ৩৪ বলে ৩৭ রান করেন। দুই ম্যাচেই বাংলাদেশের সর্বোচ্চ রানসংগ্রাহক ছিলেন তিনি। ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে তার অবস্থান এখন ২৭-এ। ডানহাতি এ মিডল অর্ডার ব্যাটসম্যান এগিয়েছেন ৩২ ধাপ। বোলারদের র‍্যাঙ্কিংয়ে মোস্তাফিজ এগিয়েছেন ১০ ধাপ। জায়গা করে নিয়েছেন ২৩ নম্বরে।

/আরআইএম/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply