ফুটবলের সবথেকে বড় আসর ফিফা বিশ্বকাপ শেষ হয়েছে মাত্র দুই বছর। বিশ্বকাপের টাটকা স্মৃতি এখনও রোমাঞ্চিত করে ফুটবল সমর্থকদের। এবার দরজায় কড়া নাড়ছে আরও দুইটি বিশ্বমানের প্রতিযোগিতা। যার সাক্ষী হতে চলছে ফুটবল বিশ্ব। একদিকে উয়েফা ইউরো অপরদিকে কোপা আমেরিকা।
তাই বলা চলে, ফুটবল প্রেমিদের কাছে ২০২৪ আরও একটি স্মরণীয় বছর হতে চলছে। কারণ, প্রায় একই সময়ে বিশ্ব ফুটবলের অন্যতম প্রধান শাসক, দুই মহাদেশে আয়োজিত হতে চলেছে ফুটবলের দুই মহাযজ্ঞ।
তবে, এবারের আলোচনা ইউরো নিয়ে। চার বারের বিশ্বকাপজয়ী দেশ জার্মানিতে আয়োজিত হবে এই মহাযজ্ঞ। শুক্রবার (১৪ জুন) দিবাগত রাত ১টায় উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে স্বাগতিক জার্মানি ও স্কটল্যান্ড। আসরটিতে মোট অংশগ্রহণ করবে ২৪টি দল। মোট ৬টি গ্রুপে ভাগ করা হয়েছে দলগুলোকে। প্রতি গ্রুপে রয়েছে ৪টি করে দেশ।
গ্রুপ-এ: জার্মানি, স্কটল্যান্ড, হাঙ্গেরি ও সুইজারল্যান্ড
গ্রুপ-বি: স্পেন, ক্রোয়েশিয়া, ইতালি ও আলবেনিয়া
গ্রুপ-সি: স্লোভেনিয়া, ডেনমার্ক, সার্বিয়া ও ইংল্যান্ড
গ্রুপ-ডি: পোল্যান্ড, নেদারল্যান্ডস, অস্ট্রিয়া ও ফ্রান্স
গ্রুপ-ই: বেলজিয়াম, স্লোভাকিয়া, রোমানিয়া ও ইউক্রেন
গ্রুপ-এফ: তুরস্ক, জর্জিয়া, পর্তুগাল ও চেক প্রজাতন্ত্র
প্রতিযোগিতার নিয়মানুযায়ী প্রতি গ্রুপ থেকে প্রথম দুটি দল যাবে রাউন্ড অব সিক্সটিনে। সেক্ষেত্রে আরও চারটি স্লট ফাঁকা থাকে। গ্রুপগুলোতে থার্ড পজিশনে যেসব দল থাকবে তাদের মধ্যে থেকে ৪টি দল আসতে পারবে শেষ ষোলোয়। পয়েন্ট ও গোল পার্থক্যের বিচারে তারা উঠে যাবে সিক্সটিনে। সেখান থেকে কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনাল শেষে পাওয়া যাবে এ বছরের ইউরো চ্যাম্পিয়ন।
/ওয়াইবি/এমএইচ
Leave a reply