খাগড়াছড়িতে পাচারকালে ৭ লাখ টাকার গমসহ ট্রাক জব্দ, চালক আটক

|

স্টাফ করেসপনডেন্ট, খাগড়াছড়ি:

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় কালোবাজারে পাচারকালে ২৮০ বস্তা গমসহ একটি ট্রাক জব্দ করেছ পুলিশ। আটককৃত গমের মূল্য প্রায় ৭ লাখ টাকা। সেগুলো হতদরিদ্র গুচ্ছগ্রামবাসীর বলে জানা গেছে।

স্থানীয়রা জানায়, সোমবার (১১জুন) রাত সাড়ে ১১টায় বেলছড়ির আমবাগান এলাকা থেকে পুলিশ ট্রাক ভর্তি এ গম জব্দ করে। একইসাথে ট্রাকের চালক আব্দুল জলিল (৩৬) কে আটক করা হয়। আব্দুল জলিলের বাড়ি উপজেলার বেলছড়ি ইউনিয়নের নিউ অযোদ্ধা এলাকায়।

মাটিরাঙ্গা থানার ওসি কৃঞ্চ ধর বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আমবাগান এলাকা থেকে গমভর্তি ট্রাকসহ চালককে আটক করা হয়। এ ঘটনায় বুধবার বিকেলে মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

প্রসঙ্গত, পার্বত্য চট্টগ্রামে বিরাজমান পরিস্থিতির কারণে গত প্রায় তিন যুগ ধরে প্রায় ২৬ হাজার বাঙালি পরিবার গুচ্ছগ্রাম নামক বন্দি শিবিরে মানবেতর জীবন যাপন করছে। সরকার এদের জন্য প্রতি মাসে গম ও চাউল মিলে ৮৬ কেজি খাদ্যশস্য বরাদ্ধ দিয়ে থাকে। এই সুযোগে কিছু অসাদু লোক নিরহ গুচ্ছগ্রামের বাসিন্দাদের জিম্মি করে দীর্ঘদিন ধরে বিপুল পরিমাণ খাদ্যশস্য পাচার করে আসছে।

/এমএইচআর


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply