যুক্তরাষ্ট্রকে হারিয়ে সুপার এইটে ভারত, টিকে রইল পাকিস্তানের সম্ভাবনাও

|

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ এ’র ম্যাচে যুক্তরাষ্ট্রকে ৭ উইকেটে হারিয়েছে ভারত। বুধবার (১২ জুন) নিউইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে ১১০ রান সংগ্রহ করে যুক্তরাষ্ট্র। জবাবে ৩ উইকেট হারিয়ে ১০ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় মেন ইন ব্লু’রা। এ জয়ে পাকিস্তানের সুপার এইট পর্বে খেলার সম্ভাবনা টিকে রইল এখনও।

নির্দিষ্ট রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খায় ভারত। দলীয় ১০ রানে দুই হার্ড হিটার ওপেনার ভিরাট কোহলি ও রোহিত শর্মাকে হারায় তারা। কোহলি আউট হন মাত্র ১ রানে। রোহিত করেন ৩। নতুন ব্যাটার পন্তও আশা জাগিয়ে ব্যর্থ হন। ব্যক্তিগত ১৮ ও দলীয় ৩৯ রানে আলি খানের বলে বোল্ড হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন তিনি। এরপর নতুন ব্যাটার শিবম দুবেকে নিয়ে সুরিয়াকুমার গড়েন ৬৭ রানের অপরাজিত জুটি। শেষ পর্যন্ত সুরিয়ার ৫০ ও দুবের ৩১ রানে ভর করে ৭ উইকেটে ম্যাচ জেতে টিম ইন্ডিয়া।

যুক্তরাষ্ট্রের পক্ষে ২টি উইকেট তুলে নেন সৌরভ নেত্রাভালকার ও ১টি উইকেট পান আলি খান।

এর আগে, টস হেরে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে যুক্তরাষ্ট্র। ইনিংসের প্রথম ওভারেই মার্কিন শিবিরে জোড়া আঘাত হানে আরশদীপ সিং। ৩ রানে ২ উইকেট হারিয়ে রীতিমতো চাপে পড়ে মার্কিন দল। স্টিভেন টেইলর করেন ২৪ রান। অন্যদের ভেতর নীতীশ কুমার ২৭, কোরি অ্যান্ডারসন ১৫, অ্যারন জোন্স ও শ্যাডলি ভ্যান শাল্কউইক দুজনেই খেলেন ১১ রানের ইনিংস। হারমিত সিংয়ের ব্যাট থেকে আসে ১০ রান। বাকি ব্যাটারদের কেউই দুই অঙ্কের রানে পৌঁছাতে পারে নি। শেষ পর্যন্ত নির্ধারিত ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ১১০ রানে থামে যুক্তরাষ্ট্রের ইনিংস।

/এমএইচআর


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply