কুয়েতের মাগনাফ শহরে নির্মাণ শ্রমিকদের একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে ৪০ জন ভারতীয় বলে জানা গেছে। ওই ঘটনায় মোট ৪৯ জনের প্রাণহানি হয়। এ ঘটনায় আহত অর্ধশতাধিক ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন।
বুধবার (১২ জুন) ভোরে কুয়েতের দক্ষিণাঞ্চলীয় আহমাদি গভর্নোরেটের মাগনাফ নগরীর ছয়তলা ভবনটিতে আগুন লাগে। ১৯৫ জন শ্রমিকের আবাস ছিল সেখানে। খবর এনডিটিভি ও গালফ নিউজের।
বুধবার রাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে হয় বিশেষ বৈঠক। মোদির নির্দেশে কুয়েতে যাচ্ছে উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধিদল। মৃতদের পরিবারকে ২ লাখ রুপি করে ক্ষতিপূরণের ঘোষণা দেয়া হয়েছে। কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহ আলি আল ইয়াহিয়ার সঙ্গে কথা বলেছেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। একটি হেল্পলাইন নম্বর চালু করেছে কুয়েতে ভারতীয় দূতাবাস। দুর্ঘটনাস্থল পরিদর্শন ও চিকিৎসাধীনদের দেখতে হাসপাতালে যান দেশটিতে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত আদর্শ সোয়াইকা।
দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্তের নির্দেশ দিয়েছেন কুয়েতের আমির শেখ মিশাল আল আহমেদ আল জাবের আল সাবাহ।
কুয়েতের মোট জনগোষ্ঠীর ২১ শতাংশ ভারতীয় অভিবাসী।
/এএম
Leave a reply